ভৌগোলিক পরিচিতি:
অবস্থান ও সীমানা :- জেলা সদর থেকে ঠিক পূর্ব দিকে ২৫.১৯ হতে ২৫.৪৭ ডিগ্রী অক্ষাংশ, ৮৮.৪৯ হতে ৮৯.০৫ ডিগ্রী দ্রাঘিমাংশে পার্বতীপুর উপজেলা অবসিত্মত। পার্বতীপুর উপজেলার উত্তরে নিরফামারী জেরার সৈযদপুর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলা, পূর্বে রংপুর জেরার বদরগঞ্জ উপজেলা ও পশ্চিমে চিরিরবন্দরউপজেলা । জেলা সদর থেকে রেল পথের দুরত্ব ৩০ কিলোমিটার ও সড়ক পথে ৩২ কিলেমিটার এবং সড়ক পথে সৈয়দপুর হয়ে পার্বতীপুরের দুরত্ব ৫২ কিলোমিটার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS