Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
বড়পুকুরিয়া কয়লা খনি
Details
  1.  

   এক নজরে বড় পুকুরিয়া কয়লা খনি

 

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত ৯নং হামিদপুর ইউনিয়নে ভবানীপুর বাজার হইতে দক্ষিনে বড়পুকুরিয়া কয়লা খনিটি অবস্থিত  । এখানে সবচেয়ে দামী বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়। এই কয়লা খনি থেকে বার্ষিক ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা উৎপাদন করা হয়। কিন্তু গত ১৩-১৪ অর্থ বছরে এই খনি থেকে ৯৩৩০০০ মেট্রিন টন বিটুমিনাস কয়লা উত্তোলিত হয়  এবং সেগুলো বিক্রয় করে ৮৯৮ কোটি টাকা আয় হয়। আয়কৃত টাকা থেকে ৩০২ কোটি টাকা সরকারী কোষাগারে জমা হয়। উত্তোলিত কয়লা দেশের বিভ্ন্নি জায়গায় রপ্তানী করার পর স্থানীয় বিভিন্ন শিল্প কারখানায় বিক্রয় করা হয। বড়পুকুরিয়া খয়লাখনির কয়লা দ্বারা খনি সংলগ্ন স্থানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র নামে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয় । সেখানে উত্তোলিত কয়লা দ্বারা ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হচ্ছে । বড়পুকুরিয়া কয়লাখনিতে প্রায় দুইশত'র অধিক কর্মকর্তা/কর্মচারী রয়েছে। বড় পুকুরিয়া কয়লা খনিটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার  একটি প্রসিদ্ধ স্থান ।

 

যোগাযোগ

ট্রেন যোগে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনে নেমে বাস/অটো বাইক, রিক্সা/ভ্যান যোগে যাওয়া যায় ।