Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র
Location
পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় অবস্থিত
Transportation
পার্বতীপুর উপজেলা হতে ১৫ কিঃ মিঃ দুরে (দক্ষিনে) অবস্থিত । বাই রোডে বাস, রিক্সা, মোটর সাইকেল, অটোবাইক, যোগে যাওয়া যায়। ট্রেন যোগে ভবানীপুর অথবা ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে নেমে বাস অথবা রিক্সা, অটো তে যাওয়া যায়।
Details

দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এটি দেশের প্রথম কয়লা খনি থেকে কয়লা আহরন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়।  বর্তমানে ২টি ইউ্নিটের মাধ্যমে ৪৫০মে: ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে।  বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি  দিনাজপুর জেলা শহর হইতে প্রায় ৫০ কিঃ মিঃ পূর্বে, পার্বতীপুর উপজেলা হইতে ১৬ কিঃ মিঃ দক্ষিণে এবং ফুলবাড়ী উপজেলা হইতে ৭ কিঃ মিঃ উত্তরে অবস্থিত।