উপজেলার ঐতিহ্য :-
এ উপজেলার হরিরামপুর ঢিবি, পলাশবাড়ী ইউনিয়নের খোলাহাটির কিচন রাজার গড়, হীরাজিরার ভিটা, মনমথপুর ইউনিয়নের দেওলের গড় বা পঞ্চরত্ন ও হাবড়া ওঐতাহাসিক প্রসিদ্ধ স্থান। তীর্থস্থান বলতে খোলাহাটির করতোয়া নদীতে চৈত্র্ সংক্রামিত্মতে বারনী পুঁজা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে রেল পথে উত্তরাঞ্চলের যোগাযোগের কেন্দ্রবিন্দু চর্তুমুখী রেল পথ , অন্যতম বৃহত্তর রেলওয়ে জংশন ও কারখানার গৌরব এবং খনিজ সম্পদে উজ্জ্বল সম্ভাবনাময় উপজেলা।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে রেল পথে উত্তরাঞ্চলেরযোগাযোগে কেন্দ্রবিন্দু , চর্তুমুখী রেল পথ, অন্যতম রেলওয়ে জংশন পার্বতীপুর, হরিরামপুর ইউনিয়নে কীঠন শিলা প্রকল্প, হামিদপুর ইউনিয়নে বড়পুকুরিয় কয়লা খনি প্রকল্প ও উত্তর বংগের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, শহীদ মাহাবুব সেনানিবাস খোলাহাটি্ এছাড়া রাজাবাসরের দিঘী ও ঝাড়ুয়ারডাংগা দিঘী এবং পার্বতীপুরে রেলওয়ে ব্যাকসপ-এখনে ডিজেল ইঞ্জিন এ্যাসেম্বল ও খুরচা যন্ত্রংশ তৈরী হয়।
হরিরামপুর ইউনিয়নে কীঠন শিলা প্রকল্প, হামিদপুর ইউনিয়নে বড়পুকুরিয় কয়লা খনি, এবং পলাশবাড়ী, হরিরামপুর, হামিদপুর ও হাবড়া ইউনিয়নে ১৯২৪.৪৯ একর বনজ সম্পদে ভরপুর।
নদ-নদী :- যমুনা নদী, করতোয়া নদী, তিলাই নদী ও ইছামতি নদী - যার আয়তন ৪৫৮.৬৮ একর।
প্রধান প্রধান ফসল ধান, গম, পাট, রাই-সরিষা, আলু, ইÿু ও ভুট্টা। এছাড়া ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, কলা, পেপে উৎপন্ন হয়। রফতানী যোগ্য পন্য বলতে ধান, চাল, পাট ও আলু।ব্যবসা-বানিজ্য বলতে ধান, চাল, চামড়া ও আলু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস