দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৩নং রামপুর ইউনিয়নে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক সংলগ্ন কেন্দ্রিয় লোকোমোটিভ কারখানাটি অবস্থিত । তৎকালীন এরশাদ সরকারের সময় এটি প্রতিষ্ঠিত হয়। এখানে একদল দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা পুরাতন ইঞ্জিন মেরামত, নতুন ইঞ্জিন তৈরী, রেলওয়ে বগি তৈরি সহ অনেক যন্ত্রাংশ তৈরি করা হয় । বাংলাদেশে মাত্র ২টি রেলওয়ে কারখানা রয়েছে। পার্বতীপুর কেন্দ্রিয় লোকোমোটিভ কারখানাটি তার মধ্যে অন্যতম। মনোরম পরিবেশে পার্বতীপুর কেন্দ্রিয় লোকোমোটিভ কারখানাটি অবস্থিত । বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এর সমস্ত রেলওয়ে বগি, ইঞ্জিন মেরামত সহ যন্ত্রাংশ তৈরির কাজ এখানেই করা হয়। এখানে প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।
১। ট্রেনযোগে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনে নেমে অটোবাইক, রিক্সা/ভ্যান যোগে যাওয়া যায়। এটি
পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন থেকে উত্তর দিকে প্রায় ২ কিলোমিটার দুরে অবস্থিত ।
২। বাসযোগে পার্বতীপুর কেন্দ্রিয় বাস টার্মিনালে নেমে অটোবাইক, রিক্সা/ভ্যান যোগে যাওয়া যায় ।
পার্বতীপুর কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে উত্তর দিকে প্রায় ১ কিলোমিটার দুরে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস