প্রধান যোগাযোগ রেলওয়ে ও বাসের মাধ্যমে। রেলওয়ে ও বাসযোগে দিনাজপুর সদর উপজেলা, সৈয়দপুর উপজেলা হয়ে নীলফামারীর জেলায়, বদরগঞ্জ উপজেলা হয়ে রংপুর জেলায় যাওয়া যায়। রেলওয়ে ও বাসযোগে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ পার্বতীপুর উপজেলার। রেল পথের দৈর্ঘ প্রায় ৮৫ কিলোমিটার, পাকা রাস্তা ১১২ কিলোমিটার, আধাপাকা রাস্তা ২৬ কিলোমিটার, কাঁচা রাস্তা ৬৭৫ কিলোমিটার। রেল ষ্টেশনের সংখ্যা ০৫টি, বেলাইচন্ডি, মনমথপুর, খোলাহাটি, পার্বতীপুর জংশন ও ভবানীপুর। এছাড়াও গ্রাম অঞ্চলের সাথে বাই সাইকেল, মটর সাইকেল, রিক্সা, ভ্যান, অটোরিক্সা অন্যতম যোগাযোগ মাধ্যম।
উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর
মোবাইল নং : ০১৭৬১৪৯৩৫৩১
ফোন (অফিস) : 02588-878515
ই-মেইল : unoparbatipur@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস